আবুল বাসার খান ♦
বরগুনার বেতাগী হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র উদ্যোগে শোভা যাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মেতালেব সিকদার। আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এবিএম গোলাম কবির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।