মীর জামাল, বরগুনা ♦
স্কুল ছাত্রীকে অপহরণ করে পাচার করার অভিযোগে চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে শিক্ষার্থীর বাবা। এ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টায় বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামে। মামলার আসামীরা হলো একই গ্রামের আবদুল লতিফের ছেলে জালাল, সালাম, মজনু ও লাইজু। সোমবার বরগুনার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জুলফিকার আলী খান মামলাটি আমলে নিয়ে বরগুনা থানাকে এজাহার রুজু করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী একই গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে আবুল কালাম বলেন, তার মেয়ে রোজিনা লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণিতে পড়াশুনা করে। ওই আসামীরা বাদীর প্রতিবেশী। তার মেয়ে রোজিনাকে আসামী লাইজু ঢাকায় ১২ হাজার টাকা বেতনে চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে শনিবার প্রথমে তার বাড়ীতে নেয়। ওই সময় রোজিনার মা দেখে বাধা দেয়। তখন লাইজু বলেন, কিছুক্ষন পর ফিরে আসবে। এরপর রোজিনা আর তার বাড়ীতে ফিরে আসেনি। রোজিনার বাবা ধারনা করেছেন, সকল আসামীরা অর্থের বিনিময় তার নাবালিকা কন্যাকে অন্যত্র পাচার করে দিয়েছে। শিক্ষার্থীর বাবা বিভিন্ন স্থানে খুজে কোথাও না পেয়ে রোববার বরগুনা থানায় একটি জিডি করেন। ওই দিন সন্ধ্যায় বরগুনা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ বলেন, জিডি করা আছে। মামলা করতে হলে ট্রাইব্যুনালে যেতে পারেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুজ জামান বলেন, থানায় মামলা করতে আসেনি। একটি জিডি করা হয়েছে। তবে আদালতের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেব। আসামীদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।