মো: অাল অামিন, বিবিচিনি থেকে ♦
বরগুনার বেতাগীতে অাধা কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে অাকট করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় বেতাগী থানার এসঅাই মোজাম্মেল হক’র নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিবিচিনি ইউনিয়নের রানিপুর বাজার সংলগ্ন রাস্তা থেকে অাধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. অাক্কাস হাওলাদার (৪০) কে গ্রেফতার করে। গোপন সংবাদের বিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে এসঅাই মোজাম্মেল হক ফোকাস নিউজকে জানিয়েছেন। অাটক অাক্কাস একই ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের মরহুম অাব্দুল খালেক হাওলাদারের পুত্র। এই রির্পোট লেখা পর্যন্ত (রাত ১১ টা) গ্রেফতারকৃত অাক্কাসের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অাইনে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সুত্রে জানা যায়।