নিজস্ব প্রতিবেদক ♦
বরগুনার বেতাগীতে বসুন্ধরা গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান বসুন্ধরা কিংস’র সহযোগিতায় স্থানীয় বেতাগী ফ্যানয ক্লাবের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলায় ফ্যানয ক্লাবের সভাপতি মোঃ আশ্রাফুল ইসলাম লিটন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: মহসীন খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাদিপ আহম্মেদ নাইম। পরে দুই শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।