গোলাম কিবরিয়া, তালতলী (বরগুনা) ♦
বরগুনার তালতলীতে ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিম খলিল (৪০) কে আটক করেছে পুলিশ। বুধবার ঢাকার কদমতলী (ডিএমপি) থানার শনির আখড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার তাতিপাড়া এলাকার মমিন উদ্দিন এর পুত্র ইব্রাহিম খলিল ঢাকায় থেকে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজী করে আসছে। খলিলের বিরুদ্ধে মোহাম্মাদপুর (ডিএমপি) থানায় চাঁদাবাজী, বিস্ফোরক ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের হয়। এ মামলায় তিনি অদ্যবধি পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত তাকে ২৪ বছরের স্বশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার এসআই সুশিল কুমার ও এএসআই উজ্জল মন্ডল বুধবার ঢাকার কদমতলী (ডিএমপি) থানা পুলিশের সহায়তায় শনির আখড়া এলাকা থেকে তাকে আটক করে আদালতে সোপর্দ করে।