নিজস্ব প্রতিবেদক ♦
বরগুনার বেতাগীতে বাসের চাপায় একই পরিবারের ৩ মটরসাইকেল অারোহী নিহত হয়েছে। ড্রাইভারসহ ঘাতক বাস অাটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অাগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় বেতাগী-বরগুনা মহাসড়কে খানেরর হাট বাস স্ট্যান্ডের কাছে বরগুনা থেকে অাসা ছত্তার পরিবহন বিপরিত দিক থেকে অাসা মটরসাইকেলকে চাপা দেয়। এতে মটরসাইকেল অারোহী অাজিজ (৭০) ঘটনাস্থলে নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার মটরসাইকেল চালক লিটন (৩৫) ও তার পিতা হানিফ (৭৫) নিহত হয়। নিহতদের বাড়ী বেতাগী উপজেলার পশ্চিম বকুলতলী গ্রামে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হুমায়ূন কবির বলেন, ছত্তার পরিবহনের ড্রাইভার মিন্টু (৩৫) কে গ্রেফতার এবং ঘাতক বাসটিকে অাটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অাছে।