নিজস্ব প্রতিবেদক ♦
প্রতিবেশীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নিজ বাড়িসহ আসে পাশের লোকজনদের সাথে নিয়ে ঈদ উল আযহার দিন থেকে পরের ৮দিন একসাথে খাবারের আয়োজন করেন বরগুনার বেতাগী উপজেলার খোন্তাকাটা লক্ষ্মীপুরা সিকদার বাড়ির বিশিষ্ট শিল্পপতি মোঃ জাকির হোসেন সিকদার ও বিশিষ্ট শিল্পপতি সুলতান মাহমুদ রাজা সিকদার। এ সমেয় প্রতিবেশীদের বাসায় কোন রান্না হয়নি।
এ বছরের ঈদ উল আযহার পরের দিন দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেবিল চেয়ারে বসে সৌহর্দপূর্ণ পরিবশে সবাই এক সাথে খাবার খাচ্ছে। ধনি গরিবের নেই কোন পার্থক্য। এক অনন্য ব্যতিক্রমধর্মী আয়োজন। এ যেন মানবতার এক বিরল চিত্র। প্রতি বেলায় প্রায় দেড় শতাধিক লোককে অাপ্যয়ন করা হয়েছে। আয়োজকদের সাথে আলাপ করে জানা যায়, এই ভাবে প্রতি বেলা প্রতি দিন খাবার পরিবেশন করা হয় এবং চলে ৮দিন। তারা আরও জানান, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে আট দিন ব্যাপি বাড়ির সকল লোকজন ও কিছু প্রতিবেশীসহ সকাল, দুপুর, রাতের খাবার ও সকাল ও বিকেলের নাস্তা একই ছাদের নিচে বসে একই রান্নায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শতস্ফূর্তভাবে গ্রহন করেছেন। খাবারের মধ্যে ছিল সাদা ভাত, খিছুরী, পোলাও, মাছ, গরুর মাংস, খাসীর মাংস, মুরগীর মাংস, শাক-সবজি, আলু ভর্তা, মুড়িঘন্ট, ফিরনি, রসগোল্লা ও সফট ড্রিংস ইত্যাদি। অাযোজকদ্বয় অারও জানান, এখন থেকে প্রতিবছর ঈদ উল অাযহায় এই অনুষ্ঠান অায়োজন করা হবে।