মো: শামীম সিকদার ও আবুল বাসার খান ♦
বরগুনার বেতাগীতে বর্ণিল আয়োজন ও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। এর পর সকাল ৬টায় শহরের বাইপাস মোড়ের স্থাপিত বিজয় স্তম্ভ “দুর্জয় বেতাগীতে” স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান, উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, মুক্তিযোদ্ধাদের পক্ষে যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মোতালেব সিকদার, পুলিশ প্রশাসনের পক্ষে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়া, বেতাগী সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ মো: নুরুল আমীন, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের পক্ষে মো: রফিকুল আমিন, বেতাগী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে মো: গেলাম কবির ও বেতাগী প্রেস ক্লাবের পক্ষে আব্দুস সালাম সিদ্দিকী। এছাড়াও বেতাগী পৌরসভা, বেতাগী ফায়ার সার্ভিস, বেতাগী টেকনিক্যাল কলেজ, অনলাইনে আবেদনকারী ও আপীলকৃত মুক্তিযোদ্ধা সংগঠন, প্রাথমিক শিক্ষক সমিতি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: অমিরুল ইসলাম পিন্টু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারমান মাহমুদা খানম। এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মো: কামরুজ্জামান মিয়া। জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও উদীচী শিল্পী গোষ্ঠী। পরে এ মাঠে কুচকাওয়াজে অংশ গ্রহন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, বেতাগী সরকারি কলেজের বিএনসিসি, আনসার ও ভিডিপি, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের গার্লস গাইড, বেতাগী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ছালেহিয়া সিনিয়র মাদরাসার স্কাউটস, বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাগী বালিকা বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, পুর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শারীরিক কসরত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন। বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।