আইয়ুব খান, রাঙ্গাবালী ♦
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস বাজারের উত্তর পাশে পথের মধ্যে লাল ও হলুদ কৃষ্ণচূড়া গাছটি দেখলেই মনে হয় একটু থেমে নেই। যেন পথচারির নজর কাড়ে মনমুগ্ধকর এই কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুলের সৌরভে মুখরিত এখানকার মানুষজন। কাঠফাটা রোদে একটু একটু বাতাস, ছায়াশূন্য পথে তৃষ্ণার্ত পথিক। রুদ্র গ্রীষ্ম কেবল আগুনই ঝরায় না, টুকটুকে লালরঙে কৃষ্ণচূড়া পথচারীদের মনও কেড়ে নেয়। এ গাছে ফুলে ফুলে ছড়িয়ে বিমোহিত করে তোলে চরমোন্তাজের মানুষদের ।
গাছটির পাশে থাকা করাত কল মালিক মো,জামাল শরীফ জানান আমরা গাছের মিলে কাজ করি রোদ বেশি হলে এই গাছটির নিচে গিয়ে বিশ্রাম নেই এই গাছে অনেক সুন্দার ফুল ফোটে দেখতে খুব সুন্দর লাগে। এ ফুল ফোটে মে থেকে জুন মাস পর্যন্ত।
অনেকে ঐ গাছের তলায় আড্ডা জমিয়ে গল্প গুজব করে দিনে কাটিয়ে দেয়। মনকে একটু সতেজ রাখার লক্ষ্যে। কৃষ্ণচূড়া ফুলের নামটি শুনলে মনে হয় এক হারানো গানের সুর। গাছে গাছে কৃষ্ণচূড়ায় সময়ের শিহরণ, গ্রীষ্মের খরতাপে রক্তিম জাগরণ। প্রকৃতি যখন প্রখর রৌদ্রে পুড়ছে কৃষ্ণচূড়া ফুল তখনই জানিয়ে দেয় তার সৌন্দর্যের অতুলনীয় বার্তা।