নিজস্ব প্রতিবেদক ♦
বরগুনার বেতাগীতে নতুন সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করেছেন ফারহানা ইয়াসমিন।
বুুধবার (১২ আগষ্ট) সকালে তিনি উপজেলা ভুমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ২০১৭ সালের ২মে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ব্যক্তিগত জীবন তিনি বিবাহিতা এবং এক সন্তানের জননী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতে স্নাতকোত্তরধারী ফারহানা ইয়াসমিন ইতিপূর্বে ৩৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের সরকারি কলেজে প্রভাষক ছিলেন।