মো: শামীম সিকদার ♦
বরগুনার বেতাগী পৌরসভার নির্বাচন চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তারিখ ঘোষনা করা হয়। নির্বাচনের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২০ খ্রি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর ২০২০খ্রি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ শেষ তারিখ ১০ ডিসেম্বর২০২০ খ্রি. এবং নির্বাচন ২৮ ডিসেম্বর ২০২০ তারিখ। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন অফিসার দিলীপ কুমার হাওলাদার এবং সহাকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন অফিসার কাজী শহীদুল ইসলাম। বেতাগী পৌরসভার বিগত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। এ পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৯ হাজার ২শত ৭৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫শত ৪২ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৭শত ৩৫ জন।