নিজস্ব প্রতিবেদক ♦
বরগুনার বেতাগীতে ওয়াশ এসডিজি ওয়াই এক্সটেন্ডেড প্রোগ্রামের আওতায় স্লোব বাংলাদেশ’র উদ্যোগে উপজেলা মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম। উপজেলা কৃষি অফিসার মো. ইসবাল হোসেন’র সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তৃতা করেন স্লোব বাংলাদেশ’র মনিটরিং অফিসার মো. আকবর হোসেন। বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুর রহমান, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী ওয়াশ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার ও প্রোগ্রাম অফিসার লাকি আক্তার।