নিজস্ব প্রতিবেদক ♦
বরগুনার বেতাগীতে গোয়ালঘরে বসবাসকারী গৃহহীন বৃদ্ধ মকবুলকে পাকাঘর উপহার দেয়ায় বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবিরকে বাংলাদেশ পুলিশ নারি কল্যাণ সমিতি-পুনাক’র পক্ষ থেকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় বেতাগী থানায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারি কল্যাণ সমিতি-পুনাক’র কেন্দ্রীয় সভানেত্রী জিসান মির্জার পক্ষে বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির’র হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন রবগুনা জেলা পুনাকের সদস্য ও অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাছান’র স্ত্রী সুরাইয়া রহমান যুথী। বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম’র সভাপতিত্বে এ সমেয় অন্যান্যদের ম্যধ্যেউপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাছান। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, বীর মুক্তিযোদ্ধা আাব্দুল মোতালেকব সিকদার,বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিছুর রহমান পান্না ও প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান।